জবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
জবি প্রতিনিধি।
মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার(১৬জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করে এই কর্মসূচি পালন করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম আক্তার হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা এই কর্মসূচি পালন করেন। মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচিতে ছাত্রলীগের কর্মীরাও গাছ লাগান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম আক্তার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালীর মুক্তির সংগ্রামের মহানায়ক, অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন অভিযানের ধারাবাহিকতায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করছে জবি ছাত্রলীগ। তিনি সবাইকে একটি করে গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচাতে আহ্বান করেন।#