খুবির প্রফেসর শামীম মাহবুবুল হকের ইন্তেকাল উপাচার্যের শোক

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (নগ্রাপ) ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শামীম মাহবুবুল হক বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে নয় টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে …রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলা ৫৪ বছর। তাঁর স্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. গাউসিয়াতুর রেজা বানু। এছাড়া তাৎক্ষনিক ভাবে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।

 

Post MIddle

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নগর ও গ্রামীণ পরিকল্পনা (নগ্রাপ) ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. শামীম মাহবুবুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি বলেন, বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকা সত্ত্বে ও তিনি ছিলেন একজন গবেষণা মনস্ক শিক্ষক। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সাইটে স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, নগ্রাপ ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কাজী সাইফুল ইসলামসহ ডিসিপ্লিনের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি শোক প্রকাশ করেছেন। এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন খুবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশিষ কুমার দাস।#

পছন্দের আরো পোস্ট