প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জাবির ১ কোটি টাকা অনুদান

জাবি প্রতিনিধি।

বিশ্বব্যাপী করোনার মহামারিতে পর্যদস্তু বাংলাদেশে গরীব ও অসহায় মানুষের সহায়তার উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান, কার্যনির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক আহমেদ রেজা অনুদানের ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন। এসময় তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল প্রায় ৮শত শিক্ষার্থীকে তিন হাজার করে আর্থিক সহায়তা প্রদানের কথা অবহিত করা হয়।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আবেদনকৃত ৮শত শিক্ষার্থীকে শীঘ্রই বিকাশের মাধ্যমে তিন হাজার করে টাকা পাঠানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী অনুদানের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং অসহায় ও গরীব মানুষের পাশে থাকার আহবান জানান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে ৭৩ লাখ ৮৪ হাজার ২৮৭ টাকা, শিক্ষক সমিতির পক্ষ থেকে ২ দিনের বেতন বাবদ ২১ লাখ ৯৪ হাজার ৭১৩ টাকা এবং অফিসারদের ১ দিনের বেতন বাবদ ৪ লাখ ৬০ হাজার টাকার সমন্বয়ে এই অনুদান দেয়া হয়।

পছন্দের আরো পোস্ট