স্কুল ফিডিংয়ের বিস্কুট বাড়ি বাড়ি

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত “দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি”কোভিড-১৯ পরিস্থিতির কারনে বন্ধ স্কুল শিক্ষার্থীদের উচ্চ ক্ষমতা সম্পন্ন স্কুল ফিডিং বিস্কুট বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে।

সরকারের সিদ্ধান্ত মোতাবেক রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন তথা শিশুদের পুষ্টিহীনতা দুর , শিক্ষণ ক্ষমতা ,ভর্তির হার, স্কুলে উপস্থিতির হার ও স্কুলের প্রতি আগ্রহ বৃদ্ধিতে এ কর্মসূচির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তুু করোনার কারনে গত ১৭ মার্চ থেকে সকল প্রতিষ্ঠান সহ স্কুল ফিডিং কর্মসূচি বন্ধ ছিল।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৩০৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৪ টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সহ মোট ৩১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ্সুবিধাভোগী শিক্ষার্থী ৩২ হাজার ৫ শ’ ৯৫ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৮শ’ ৬৭ জন। ছাত্রী ১৬ হাজার ৭ শ’ ২৮ জন। একদিকে স্কুল বন্ধ অপরদিকে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের পুষ্টির চাহিদা পূরনে জনপ্রতি ৫০ প্যাকেট করে মোট ১২২ দশমিক ২২৬৮ মেট্রিক টন বিস্কুট শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করা হচ্ছে বলে মনিটরিং এন্ড রিপোটিং অফিসার জনাব উজ্জল কুমার রায়। এতে সহযোগীতা করছে স্কুল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বাগেরহাটের প্রকল্প সমন্বয়কারী তাপস সাধু বলেন, এ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমীন খান (অতিরিক্ত সচিব) এর নির্দেশনা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান মহোদয়ের অনুমোদন সাপেক্ষে এ বিস্কুট সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ সময়োপযোগী সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেছে।

পছন্দের আরো পোস্ট