লকডাউনে আয় করবেন যেভাবে

বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের জীবন ঝুঁকিতে ফেলার পাশাপাশি অর্থনীতিকেও ধ্বংস করছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি। করোনার সংক্রমণ কমাতে সরকার জনসাধারণের চলাফেরায় বিধি-নিষেধ আরোপ করেছে। বেশ কয়েক সপ্তাহ ধরে অনেক চাকরিজীবী, ব্যবসায়ী এবং শ্রমিক ঘরে বসে আছেন। পরিস্থিতি কখন স্বভাবিক গতিতে ফিরে আসবে সে বিষয়েও প্রায় সবাই সন্দিহান। বিভিন্ন বড় সংস্থা তাদের জনশক্তি হ্রাস করছে এবং কিছু ছোট ও মাঝারি আকারের সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে অনেকেই চাকরি হারাচ্ছেন বা বেতন থেকে বঞ্চিত হচ্ছেন।

সংকটময় এ সময়ে বা লকডাউন চলাকালীন অনলাইন ও অফলাইনে কীভাবে অর্থ উপার্জন করা যায় তা জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদন।

অনলাইন গ্রাফিক ডিজাইনের কাজ

আপনি যদি অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটরের মতো সাধারণ গ্রাফিক সফ্টওয়্যার পরিচালনায় দক্ষ হওয়ার পাশাপাশি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তাহলে অনলাইনেই কাজ পেতে এবং ভালো অর্থ উপার্জন করতে পারেন। আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মগুলো লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন ইত্যাদির মতো ছোট-বড় বিভিন্ন প্রকল্পের জন্য গ্রাফিক ডিজাইনার নিয়োগ করে থাকে।

অনলাইন মার্কেটিং

আপনি কি বেশির ভাগ সময় সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো (যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি) ব্রাউজ করা পছন্দ করেন? তাহলে অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনি কেন এ প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছেন না? আপনি অনলাইনে যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্যের (অন্য সংস্থার উৎপাদিত) প্রচার চালাতে পারেন, যেখানে আপনি অন্যদের সাথে যোগাযোগ করতে বা ফলোয়ার পেতে পারেন। কোনো ফলোয়ার যদি আপনার পোস্ট করা লিঙ্কের মাধ্যমে বিজ্ঞাপন থেকে পণ্য ক্রয় করে তাহলে সহজেই আপনি সেখান থেকে কমিশন উপার্জন করতে পারবেন।

 অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইনে অর্থ উপার্জনের একটি জনপ্রিয় উৎস। বিভিন্ন সংস্থার দেওয়া লোভনীয় অ্যাফিলিয়েট কমিশন কাঠামোর কারণে অনেকেই বর্তমানে পূর্ণকালীন পেশা হিসেবে এটিকে গ্রহণ করছে। আপনার যদি কিছু এসইও জ্ঞানের সঙ্গে ভালো লেখার এবং ভিডিও তৈরি করার দক্ষতা থাকে তাহলে আপনি ব্লগ বা ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে উপার্জন করতে পারবেন।

 অনলাইনে শেখানো

অনলাইনে শেখান এবং আপনার জীবনকে সুন্দর করুন। নিজের দক্ষতার ওপর ভিত্তি করে টিউটোরিয়াল তৈরি করতে পারেন এবং লিংকডইন ডটকমের মতো জায়গায় আপনার সোস্যাল মিডিয়া প্রোফাইল প্রচার করতে পারেন। শুরুতে নামমাত্র ফি বা বিনামূল্যে প্রাথমিক স্তরের কিছু কোর্স দিয়ে শুরু করতে পারেন। এরপর শ্রোতা বা দর্শকদের কাছ থেকে সাড়া পেলে আরও ভালো কিছু কোর্স সরবরাহ করুন।

অনলাইনে লেখার কাজ

আপনার কি লেখার প্রতি স্বাভাবিক উৎসাহ আছে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি বিভিন্ন স্থানীয় এবং অনলাইন প্ল্যাটফর্মে ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করতে পারেন। আপনি কোনো শিক্ষানবিশ লেখক বা বিশেষজ্ঞ গবেষক হোন না কেন, অনুবাদের কাজ, গেস্ট, ব্লগ পোস্ট, আর্টিকেল, একাডেমিক এবং বই লেখাসহ গবেষণার মতো ফ্রিল্যান্স কাজও আপনি খুঁজে পেতে পারেন। অর্থ উপার্জনের পাশাপাশি এ কাজ আপনাকে অন্য মানুষদের আলোকিত করার সুযোগ দেবে।

Post MIddle

 অনলাইন প্রোগ্রামিং

আপনি কি কোডিং পছন্দ করেন? পিএইচপি, পাইথন, সি, জাভা ইত্যাদির মতো কোনো প্রোগ্রামিং ভাষায় দক্ষতা থাকলে আপনি অনলাইনে কাজ পেতে পারেন। দক্ষতা এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করে আপনি ফ্রিল্যান্স প্রোগ্রামিং কাজের জন্য আবেদন করতে পারেন।

 দক্ষতাভিত্তিক ফ্রিল্যান্সিং

আপনি ডিজাইনার, লেখক বা প্রোগ্রামার না হয়ে থাকলেও চিন্তার কিছু নেই। ইন্টারনেটে বিভিন্ন পেশার মানুষের জন্য ভিন্ন ভিন্ন কাজের সুযোগ রয়েছে। আপনার যদি ব্যবসার পরিকল্পনা, প্রকল্প পরিচালনা, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি জ্ঞানের কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা থাকে তাহলে আপনি আন্তর্জাতিক বাজারে ফ্রিল্যান্সার হিসেবে কাজের খোঁজ করতে পারেন।

 সরবরাহের কাজ

এখন পর্যন্ত আমরা স্থানীয় এবং আন্তর্জাতিক বেশ কয়েকটি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করেছি, যেখানে দক্ষ ব্যক্তিরা অনলাইনে তাদের দক্ষতা বিক্রয় করতে পারেন। কিন্তু আপনার যদি অনলাইনে বিক্রয় করার জন্য বিশেষ কোনো দক্ষতা না থাকে তাহলে সংসার চালানোর মতো কাজ কীভাবে খুঁজে পাবেন তাই ভাবছেন? চিন্তার কিছু নেই, ইচ্ছা থাকলেই উপায় হয়।

 বর্তমান লকডাউন পরিস্থিতিতে প্রয়োজনীয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন অনলাইন শপের ওপর মানুষের নির্ভরশীলতা প্রতিনিয়তই বাড়ছে। মুদি, রান্না সামগ্রী, ওষুধ, শিশুদের বিভিন্ন পণ্যসহ নানা ধরনের পণ্য অনেকে অনলাইনেই অর্ডার করছেন। এরই পরিপ্রেক্ষিতে অনেক প্রতিষ্ঠান ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ করার জন্য বাড়তি লোকবল নিয়োগ করছে।

একজন সুস্থ ব্যক্তির যদি একটি মোটরসাইকেল বা বাইসাইকেল থেকে থাকে তাহলে তিনি সহজেই সরবরাহ কাজের জন্য আবেদন করতে পারেন।

শেষ কথা

এখন পর্যন্ত আমরা দক্ষতা ভিত্তিক ফ্রিল্যান্স কাজ খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন উৎস নিয়ে আলোচনা করেছি। দক্ষতার সাথে মিল রেখে একটি সুনির্দিষ্ট কাজের সন্ধান পেতে আপনাকে এ প্ল্যাটফর্মগুলোতে গভীরতর গবেষণা করতে হবে। তবে কোনো কাজের জন্য আবেদনের আগে, আপনার নির্বাচিত প্ল্যাটফর্মের নিয়মকানুনগুলো দেখতে ভুলবেন না এবং স্প্যামিং প্রতিরোধ করুন, না হলে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে।

সুস্বাস্থ্যের অধিকারীরা সরবরাহের কাজ করতে পারেন। আপনি যদি অফলাইনে সরবরাহের কাজ করতে চান তাহলে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন। নিরাপদে থাকুন।

পছন্দের আরো পোস্ট