শিক্ষা মন্ত্রী ও উপমন্ত্রীকে স্বাশিপের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক।

স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সভাপতি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এক বিবৃতিতে  করোনা মহামারীতে চরমভাবে বিপর্যস্ত বেসরকারি শিক্ষকদের দুর্দশা লাঘবে সরকারি ছুটির  মধ্যেও অফিস খুলে জরুরি ভিত্তিতে ২৭৩০ প্রতিষ্ঠানের  এমপিওর জিও ইস্যু করানোর জন্য  শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি,শিক্ষা মন্ত্রনালয়ের উভয় বিভাগের সচিব সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন,জাতির এই সংকটকালে ননএমপিও শিক্ষক কর্মচারীদের চরম দুর্দশার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে নির্বাচিত ২৭৩০টি প্রতিষ্ঠানের এমপিও কার্যকর করার জন্য স্বাশিপ এর পক্ষ থেকে গত ২৮ এপ্রিল  শিক্ষা মন্ত্রীর নিকট অনলাইনে আবেদন করা হয়েছিল।
Post MIddle
সরকারি ছুটির মধ্যেও মন্ত্রী মহোদয় জরুরি ভিত্তিতে ২৯ এপ্রিল সংশ্লিষ্ট সকলকে অফিসে ডেকে নিয়ে মাত্র কয়েক ঘন্টার  মধ্যে এমপিওর জিও ইস্যু করানোর ব্যবস্হা করায় তাঁরা শিক্ষা মন্ত্রী ও উপমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ নতুন এমপিওভুক্ত ২৭৩০ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অভিনন্দন জানান।
পছন্দের আরো পোস্ট