কর্মহীন পরিবারের মাঝে বাবু
আব্দুর রহমান।
প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। প্রতিদিন জেলাব্যাপি তিনি সাধারণ অসহায় দুস্থ পরিবারের মাঝে নিজ উদ্যোগে তিনি এ খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন।
এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে এসব দুস্থ অসহায় পরিবারে ইফতার সামগ্রীও বিতরণ করবেন বলে জানান সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন আমাদের সাতক্ষীরা’র নির্বাহী পরিচালক আব্দুর রহমান, সহকারী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান প্রমুখ। উল্লেখ্য, ইতোমধ্যে তিনি ৫ হাজারেরও বেশি পরিবারে এ খাদ্য সহায়তা করেছেন।