গণস্বাস্থ্য কেন্দ্রের জরুরী রক্ত সরবরাহ সেবা চালু
মোঃ বরাতুজ্জামান স্পন্দন, গবি প্রতিনিধি।
বাংলাদেশে করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের কারণে মানুষজনের মাঝে চরম অাতঙ্ক বিরাজ করছে। ভয়াবহতা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে সকলকে ঘরে থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে। দেশের সংকটময় এ পরিস্থিতিতে সিজার, থ্যালাসেমিয়া, ডায়ালাইসিস, ক্যান্সার সহ জরুরী সব অপারেশনে রক্তের দরকার হচ্ছে।
এ সকল রোগীদের দ্রুত সময়ে রক্ত সরবরাহে গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফিজিওথেরাপি শিক্ষার্থীদের সংগঠন ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন যৌথভাবে উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তারা।
ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি অরুপ সরকার বলেন, ‘রোগীর জরুরী রক্তের প্রয়োজনে স্বেচ্ছাসেবী দল ২৪ ঘন্টা কাজ করবে। গণস্বাস্থ্য কেন্দ্রের এম্বুলেন্সে মেডিক্যাল টেকনোলজিস্ট, রক্তদাতার বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করবে। তারপর রোগীর কাছে তা পৌঁছে দেওয়া হবে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. মনজুর কাদির আহমেদ লেখাপড়া টোয়েন্টিফোরকে জানান, ‘প্রাথমিকভাবে এই সুবিধা গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও সাভারের বিভিন্ন হাসপাতালে দেয়া হবে। আমাদের শিক্ষার্থীরা কাজ করছে। রক্তদাতা বেশি পেলে আমরা ঢাকার সব হাসপাতালে রক্ত সরবরাহ করতে পারবো৷ আমাদের নির্দিষ্ট কোনো চার্জ নেই৷ কেউ খুশি হয়ে কিছু দিলে, আমরা দান হিসেবে তা নিবো। ত্রাণ বিতরণে যোগ হবে এই অর্থ।’
জরুরী রক্ত প্রয়োজন হলে যোগাযোগ করুন ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন: +8801754 925692, +8801674 931089 এবং +8801794 340149 নাম্বারে।