অসহায়দের পাশে গবি শিক্ষার্থী সাবিনা

মোঃ বরাতুজ্জামান স্পন্দন, গবি প্রতিনিধি।

পুরো বিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবে সারাদেশে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন দেশের খেটে খাওয়া, হতদরিদ্র, কর্মহীন মানুষেরা। এমতাবস্থায় সাতক্ষীরায় নিজ এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থী সাবিনা খাঁতুন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে সবুজবাগ থানার, পলাশপুর গ্রামের ৭০ পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা কার্যক্রম সম্পন্ন করেন তিনি। উক্ত কার্যক্রমে এলাকার কিছু মানুষের সহায়তায় প্রতিটি পরিবারের নিকট চাল, তেল, আলু, ছোলা, মুড়ি ইত্যাদি পৌঁছে দেওয়া হয়।

এ সময় তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য। এখন দুর্যোগের সময় সবাইকে সবার পাশে দাঁড়ানো উচিত। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এবং বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় লোকদের খুব উপকার হবে। আমি চাই, সবাই এদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিক।’

উল্লেখ্য যে, সাবিনা গণ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ জাতীয় প্রমীলা ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

পছন্দের আরো পোস্ট