একদিনের বেতন অসহায়দের দান করবেন ইবি শিক্ষকরা

ইবি প্রতিনিধি।

করোনা পরিস্থিতিতে অসহায়দের সহযোগীতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল শিক্ষকদের একদিনের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। শুক্রবার (৩ এপ্রিল) সমিতির পক্ষ থেকে সকল শিক্ষকদের এ তথ্য জানানো হয়।

বেতন কর্তনের এবিষয়ে কারো আপত্তি থাকলে ৭ এপ্রিলের মধ্যে সমিতির সভাপতি বা সম্পাদককে জানানোর অনুরোধ করা হয়েছে। অন্যথায় সম্মতি আছে বলে ধরে নেওয়া হবে বলেও জানানো হয়। এছাড়া ইবি পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে তা সমিতিকে জানাতে অনুরোধ করা হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে অসহায়দের সহায়তায় আমাদের সকলকে এগিয়ে আসা দরকার। শিক্ষক সমিতির এ উদ্দ্যোগটি প্রশংসনীয়।’

Post MIddle

বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘জাতির এ ক্রান্তিলগ্নে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সহায়তা একান্ত কাম্য। ইবি শিক্ষক সমিতির এ ইতিবাচক সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয় শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্দ্যোগ। সকল শিক্ষকদের এতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।’

এবিষয়ে বিরবিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, ‘করোনা পরিস্থিতিতে অসহায়দের কথা চিন্তা করে শিক্ষকদের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর পরেও কারো আপত্তি থাকলে জানাতে বলা হয়েছে। আশা করি কেউ দ্বিমত করবে না। অসহায়দের সহায়তায় সকল শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি।’

পছন্দের আরো পোস্ট