খুবিতে তৈরি হলো বিশ্বমানের হ্যান্ড সেনিটাইজার

খুবি প্রতিনিধি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশেষ করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হ্যান্ড সেনিটাইজারের ব্যবহার বাড়ছে। এ পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের গবেষণা ল্যাবে ইতোমধ্যেই বিশ্বমানের হ্যান্ড সেনিটাইজার তৈরি করা হয়েছে।

Post MIddle

আজ শনিবার পর্যন্ত কিছু পর্যবেক্ষণের পর তা ব্যবহারের জন্য মুক্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা অনুসরণ করেই তারা এই হ্যান্ড সেনিটাইজার তৈরি করেছেন।

এ কাজে বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসেন। তাদের স্বতস্ফুর্ত উদ্যোগ ও সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। এ জন্য তিনি তার সহকর্মী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তাদের তৈরিকৃত হ্যান্ড সেনিটাইজার রোববারের মধ্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। সহযোগিতা পেলে তারা উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম।

পছন্দের আরো পোস্ট