মুজিববর্ষ উপলক্ষে নোবিপ্রবি সাংবাদিক সমিতির আলোচনা সভা
নোবিপ্রবি প্রতিনিধি।
সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৫ টায় নোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সবুজের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিম, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিমেল শাহরিয়ার, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন পাঠান, পাঠাগার বিষয়ক সম্পাদক রিপন চন্দ্র শীল, কার্যনির্বাহী সদস্য মোঃ ফারহান ও সাবিহা তাসনীম, সমিতির সদস্য এস জে আরাফাত, এস আহমেদ ফাহিম, আব্দুল্লাহ আল নোমান, ফারহানা সুপ্তি।
এসময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, বঙ্গবন্ধুকে শুধু মুখে নয় তার আদর্শকে আমাদের বুকে ধারন করে চলতে হবে।
এছাড়াও সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে বক্তব্য প্রদান করেন।