রাবিতে মাস্টারপ্ল্যান সম্পর্কে মতবিনিময়
রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০ বছর মেয়াদী একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই মাস্টারপ্ল্যানের খসড়া বিষয়ে আজ রবিবার সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা। এই আয়োজনে সভাপতিত্ব করেন মাস্টারপ্ল্যান কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। এসময় সেখানে প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার উদ্বোধন পর্বে পরামর্শক প্রতিষ্ঠান মাস্টারপ্ল্যানের খসড়াসহ সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপন করে। এর পর অনুষ্ঠিত হয় উপস্থাপিত মাস্টারপ্ল্যান সম্পর্কে আলোচনা ও মতবিনিময়।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত কারণে সৃষ্ট পরিস্থিতিতে সীমিত পরিসরে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।প্রসঙ্গত, খসড়া মাস্টারপ্ল্যানটি http://www.ru.ac.bd/?page_id=3184 লিংকে দেখা যাবে।