করোনা আতঙ্কে ইবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা
ইবি প্রতিনিধি।
করোনা ভাইরাসের আতঙ্কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল সহ যাবতীয় একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আবাসিক হলসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া আগামী ১৮ মার্চ বেলা ১১ টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ছুটি শেষে ১ এপ্রিল সকাল ৯ টায় আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। তাবে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক সকল কর্মকান্ড চালু থাকবে।