ইবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
টি এইচ জায়িম,ইবি প্রতিনিধি।
‘মুজিববর্ষের অঙ্গীকার-সুরক্ষিত ভোক্তা অধিকার’ শ্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে আলোচনা সভার আয়োজন করে কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখা।
আলোচনা সভায় কনজুমার ইয়ুথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলী উপস্থিত ছিলেন। এছাড়া বাংলা বিভাগের অধ্যাপক ড. রাশিদুজ্জামান ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েলসহ সংগঠনটির প্রায় চারশত সদস্য উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ।