করোনা সচেতনতায় ইবি রোভার স্কাউট

টি এইচ জায়িম,ইবি প্রতিনিধি।

করোনা ভাইরাস থেকে বাঁচতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। মঙ্গলবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে তারা এ প্রচারণা চালায়।

এসময় বিশ্ববিদ্যালয় রোভার গ্রুপের আরএসএল অধ্যাপক ড. আমিনুল ইসলামের নেতৃত্বে ইউনিট কাউন্সিলের সভাপতি আখতার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মুসা হাশেমী ও অন্য রোভাররা উপস্থিত ছিলেন।

Post MIddle

লিফলেটের মাধ্যমে শিক্ষার্থীদের করোনা ভাইরাসের পরিচয়, লক্ষণ ও সংক্রামণ প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়। ভাইরাসটি থেকে বাঁচতে বিশুদ্ধ পানি পান করা, খাবার ভালোভাবে সিদ্ধ করে খাওয়া, ঘন ঘন হাত ধোয়া, কাপড় ভালোভাবে ধুয়ে পরিধান করার পরামর্শ দেয়া হয়। এছাড়া মুখ ও নাকে হাত ও নাক দেয়া ও হ্যান্ডশেক না করার পরামর্শ দেয়া হয়।

করোনা ভাইরাসের লক্ষন দেখা দিলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা বা ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিট কন্ট্রোল এন্ড রিসার্চ এর নম্বরে যোগাযোগ করার আহবান করা হয়। নাম্বারগুলে হলো: ০১৯৩৭-০০০০১১, ০১৯৩৭-১১০০১১, ০১৯২৭-৭১১৭৮৪, ০১৯২৭-৭১১৭৮৫।

পছন্দের আরো পোস্ট