কুয়েটে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার

কুয়েট প্রতিনিধি।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট ) এর লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে “এক্সপ্লোরিং লেদার সেক্টর: ফিউচার স্কোপস, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম ও পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার।

Post MIddle

সেমিনারে সভাপতিত্ব করেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আবুল হাসেম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অধীর চন্দ্র পাল। অনুষ্ঠানে লেদার সেক্টরের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আলোকপাত করেন এলইটিএস’বি এর প্রেসিডেন্ট এবং মারসন্স ট্যানারী এর ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন গোল্ডেন ফ্রগ লেদার প্রডাক্টস লিঃ এর স্বত্বাধিকারী মোস্তাক সাম বিল্লাহ, রানার ফুটওয়্যার লিঃ এর সিইও সৈয়দ আসাদুজ্জামান, ভেনচ্যুরা লেদারওয়্যার ম্যানুঃ লিঃ এর হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট সৈয়দ আতিকুল ইসলাম, টিইউভি এসইউডি বাংলাদেশ (প্রা) লিঃ এর ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মোহাম্মাদ জামান হোসেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগন অংশগ্রহন করেন।

পছন্দের আরো পোস্ট