উচ্চ মাধ্যমিক শিক্ষা সমস্যা নিয়ে ইবিতে সেমিনার

টি এইচ জায়িম,ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বাংলাদেশে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা: সমস্যা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে ইংরেজী বিভাগ সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ। এছাড়াও অধ্যাাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী ও সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ বিভাগের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Post MIddle

সেমিনারে বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানের তত্ত্বাবধায়নে গবেষণা পত্র উপস্থাপন করেন মুনিবুর রহমান।

সেমিনারে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা ও প্রতিবন্ধকতা সম্পর্কে আলোকপাত করেন গবেষক। তিনি বাংলাদেশের ২৮ টি কলেজের ৫৩০ শিক্ষার্থীর একটি পর্যালোচনা তুলে ধরেন। যেখানে শিক্ষার্থীদের ইংরেজী ভাষার দক্ষতার অভাব ফুটে ওঠে।

পছন্দের আরো পোস্ট