সবুর খানকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সম্মাননা
নিজস্ব প্রতিবেদক।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যন ড. মো. সবুর খানকে সম্মাননা প্রদান করেছে টেলিভিশন সাংবাদিকদের শীর্ষ সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।
গত (৬ মার্চ) শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্রে (টিএসসি) আয়োজিত সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর ’সম্প্রচার সম্মেলন’ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। ড. মো. সবুর খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, এমপি, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সহ-সভাপতি মোজাম্মেল বাবু, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা নঈম নিজাম, মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা প্রমুখ। অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিক এবং তাদেও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।