ঢাবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
ঢাবি প্রতিনিধি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ (৮ মার্চ ২০২০) রবিবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের যৌথ উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত থেকে মোমবাতি প্রজ্জ্বলন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের উপদেষ্টা ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক নারী অংশ নেয়।