রাবি আরবী অ্যালামনাই সম্মিলন
রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী অ্যালামনাই এসোসিয়েশনের ১ম সম্মিলন আজ শুক্রবার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তন প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফজলুল হক।
আরবী বিভাগের সভাপতি প্রফেসর মো. নিজাম উদ্দীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অ্যালামনাই বক্তা ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আহসান উল্লাহ এবং স্বাগত বক্তৃতা করেন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিভাগের শিক্ষক প্রফেসর মো. জাহিদুল ইসলাম ও ড. মো. মনিরুজ্জামান সম্মিলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।