রাবিতে বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা
রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু অন্তঃছাত্রী হল সাংস্কৃতিক সন্ধ্যা ও বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্রেস্ট প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে পুরস্কার প্রদান করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। এতে সভাপতিত্ব করেন রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ প্রফেসর রুকসানা বেগম। সেখানে রোকেয়া হল প্রাধ্যক্ষ প্রফেসর মোর্বারা সিদ্দিকা, মন্নুজান হল প্রাধ্যক্ষ ড. মোসা. সাবিনা ইয়াছমিন, তাপসী রাবেয়া হল প্রাধ্যক্ষ প্রফেসর সাবিনা সুলতানা, বেগম খালেদা জিয়া হল প্রাধ্যক্ষ ড. মাহবুবা সরকার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রাধ্যক্ষ প্রফেসর শর্মিষ্ঠা রায়সহ অন্যান্য হল প্রাধ্যক্ষ প্রমুখ উপস্থিত ছিলেন।