মোরেলগঞ্জে ‘সততা স্টোর’ এর উদ্বোধন
মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ।
নতুন প্রজন্মকে সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর লতিফিয়া ফাজিল মাদরাসায় বৃহস্পতিবার “সততা স্টোর” এর উদ্বোধন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন ‘দুদক’ এর সহযোগিতায় এ উপলক্ষে সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মো. আবদুল খালেক তালুকদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম।
স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ ড.মো. রুহুল আমীন খান। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি মাষ্টার মো. সাইয়েদুর রহমান, সাবেক সভাপতি শেখ আ. আজিজ, পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মো. আবদুল জব্বার, মো. শাহ-জাহান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সততা স্টোরের উদ্বোধন করেন। ##