তুরস্কের তিন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ ইবি শিক্ষার্থীদের
টি এইচ জায়িম,ইবি প্রতিনিধি।
তুরস্কের কাফকাস, ইগদির ও চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থীরা। মেভলোনা একচেঞ্জ প্রোগ্রামের অধীনে এ তিনটি বিশ্ববিদ্যালয়ে ইবির ২০ বিভাগের ১৪৪ জন শিক্ষক শিক্ষার্থী এ সুযোগ পাবে। সোমবার প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়গুলোর সাথে স্মাক্ষরিত মোবিলিটি চুক্তির অধীনে শিক্ষক-শিক্ষার্থীরা এ সুযোগ পাচ্ছেন। এর মধ্যে কাফকাস বিশ্ববিদ্যালয়ে ১৩ টি বিভাগ থেকে ৫৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক, ইগদির বিশ্ববিদ্যালয়ে ১০ টি বিভাগের ২০ জন শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক এবং চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে ৮ বিভাগের ১৫ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক অধ্যয়ন ও গবেষণার সুযোগ পাবেন। একই সাথে ঐ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইবিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবে। শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসনসহ সকল খরচ তুরস্ক বহন করবে বলে জানা যায়।
উচ্চশিক্ষা-গবেষণার সুযোগ পাওয়া বিভাগগুলো হলো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, ফার্মেসি, জীব বিজ্ঞান, ফুড সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা (ম্যানেজমেন্ট), মার্কেটিং, ট্যুরিজম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, আইন, ইংরেজি, আরবি ও চারুকলা।
শিক্ষার্থীরা ৫ মাস এবং শিক্ষকরা ১৪ দিনের জন্য এ প্রজেক্টে অংশ নিতে পারবেন। শিক্ষক-শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রথমে বিভাগ শিক্ষার্থীদেরকে মনোনয়ন করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনে জমা দেবে। অ্যাফেয়ার্স ডিভিশন এই তালিকা তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রেরণ করলে তারা চুড়ান্ত মনোনয়ন করবে।
মতবিনিময় অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিসনের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসাইন আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এছাড়া বিশেষ অতিথি প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ সংক্রান্ত যাবতীয় তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.iu.ac.bd সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।