কুয়েটের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত
কুয়েট প্রতিনিধি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ড. এম. এ. রশীদ হলের আয়োজনে গত (২৯ ফেব্রুয়ারি) শনিবার রাতে হল প্রাঙ্গণে বার্ষিক প্রীতিভোজ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র-কল্যাণ),প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এম. এ. রশীদ হলের প্রভোস্ট, প্রফেসর ড.সজল কুমার অধিকারী। অনুষ্ঠানে অত্র বিশ^বিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট হলের ছাত্রবৃন্দ অংশগ্রহণ করেন।