যুক্তরাষ্ট্রে যাচ্ছে ঢাবি বিজনেস স্টাডিজের প্রতিনিধিদল
ঢাবি প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সহযোগি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে অনুষদের ৩০ জন শিক্ষার্থী ও ৩জন শিক্ষকের একটি প্রতিনিধিদল আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া রিভারসাইড-এ একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষ্যে প্রতিনিধিদলের সদস্যরা বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম উপস্থিত ছিলেন।