রাবিতে ভাস্কর্য উন্মোচন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন
রাবি প্রতিনিধি।
গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রিলিফ ভাস্কর্য, বঙ্গবন্ধু পাঠাগার ও হল মসজিদের সংস্কার কাজ এবং মতিহার হলে ফোয়ারা উদ্বোধন এবং এ্যাকুইরিয়ামে মাছ অবমুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে হল দুটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
মতিহার হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ প্রফেসর মো. মুসতাক আহমেদ এবং নবাব আব্দুল লতিফ হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ ড. মো. একরাম হোসেন। এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।