নানা আয়োজনে ইস্ট ওয়েস্টে মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক।

নানান আয়োজনে দেশের অন্যতম প্রধান বেসরকারি বিশ্ববিদ্যালয়,ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা আন্দোলনের বিভিন্ন প্রতিক ব্যবহার করে বিশ্ববিদ্যালয় চত্বরকে সাজানো হয়। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ শে ফেব্রুয়ারি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

Post MIddle

প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। এসময় ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্তকর্তারা সাথে ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ক্লাব ও ইস্ট ওয়েস্ট বিদ্যানিকেতন স্কুলের খুদে শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাব, ক্লাব ফর পার্ফামিং আর্টস একুশের গান, নাচ, চিত্র প্রদর্শণী ও নাটকের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিমে তারা মঞ্চস্থ করে নাটক- আরেক ফাল্গুন।

পছন্দের আরো পোস্ট