এক্রেডিটেশন কমিটি ওয়ার্কশপে ইবিএইউবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলর মহাখালী, ঢাকাস্থ কনফারেন্স কক্ষে, বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলর কর্তৃক আয়োজিত রুলস্ এক্রেডিটেশন, এক্রেডিটেশন কমিটি এন্ড আপীল কন্সালটেশন ওয়ার্কশপ এ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদালয়ের উপাচার্য সহ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ- এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান উপস্থিত ছিলেন ।
আইনের নির্দেশনা মোতাবেক কিছু বিধি ও প্রবিধি প্রণয়নের লক্ষ্যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের (বিশ্ববিদ্যালয়ের) অংশীজনদের (স্টেকহোল্ডার) সাথে মতবিনিময় পূর্বক বিভিন্ন মতামত গ্রহণ করার নিমিত্তেই এই ওয়ার্কশপের আয়োজন করা হয় ।