রাবিতে বঙ্গবন্ধু আন্তঃহল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তঃহল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল রবিবার শেষ হয়েছে। কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মো. হাসিবুল আলম প্রধান আয়োজিত এতে সভাপতিত্ব করেন।
প্রতিযোগিতায় মন্নুজান হল ও শহীদ হবিবুর রহমান হল যৌথ চ্যাম্পিয়ন এবং শহীদ সোহরাওয়ার্দী হল রানার আপ হয়। এছাড়া তাহামিন বিন জাফর (সাহিত্যে) এবং দিবস তরফদার দূর্জয় (সাংস্কৃতিক) ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী শিল্পীরা অংশ নেয়।