বঙ্গবন্ধুর সমাধিসৌধে খুবি শিক্ষক সমিতির শ্রদ্ধাঞ্জলি
খুবি প্রতিনিধি।
আজ ১৫ ফেব্রুয়ারি শনিবার বেলা ১২ টায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশিস কুমার দাশ, যুগ্ম সম্পাদক প্রফেসর ড. মোঃ শামীম আখতার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ নাদিমুদৌলা, প্রচার সম্পাদক সহকারী অধ্যাপক সুমন চক্রবর্তী, নির্বাহী সদস্য সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার দাস, সহকারী অধ্যাপক ছোটন দেব নাথ এবং তালুকদার রাসেল মাহমুদসহ সমিতির সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।