জাতীয় রচনা প্রতিযোগিতায় তাসমিনের প্রথম পুরস্কার লাভ
ঢাবি প্রতিনিধি।
জাতীয় রচনা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের সহকারী পরিচালক তাওহিদা খানম তাসমিন। মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ গণগ্রন্থাগার অধিদফতর এই প্রতিযোগিতার আয়োজন করে।
রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘সাহিত্য ও সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ’। গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান ইলিয়াস গত (১৩ ফেব্রুয়ারি ২০২০) গণগ্রন্থাগার অধিদফতরের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর হাতে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।