প্লাস্টিক বর্জ্যমুক্ত ভালবাসার ক্যাম্পাস কর্মসূচি

ঢাবি প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের নেচার কনজারভেশন ক্লাব ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ‘প্লাস্টিক বর্জ্যমুক্ত ভালবাসার ক্যাম্পাস-২০২০’ কর্মসূচির আয়োজন করা হয়।

Post MIddle

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন রেজা খান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথিবৃন্দের সাথে পরিচ্ছন্ন ক্যাম্পাস ও দেশ গড়ার শপথ নেন।

পছন্দের আরো পোস্ট