ক্যান্সার আক্রান্ত রাফার পাশে ‘শব্দশৈলী’
মোঃ শাদমান শাবাব, শাবি প্রতিনিধি।
মানুষের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। আর এ চিরন্তন ভালোবাসা থেকে আগামী ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ডেভিড ইনাম চৌধুরী রাফার জন্য ভালোবাসার হাত বাড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাহিত্য পত্রিকা “শব্দশৈলী”।
১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আসছে শব্দশৈলীর বসন্ত সংখ্যা। “আমরা স্বপ্নবাজ, স্বপ্ন দেখি-সত্য, সুন্দর সৃষ্টিতে মানবতার” এই মানবতার জয়গান গেয়ে ‘শব্দশৈলী’ তাদের এই বসন্ত সংখ্যা উৎসর্গ করবে ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী রাফাকে।
‘শব্দশৈলী’র সাথে সংশ্লিষ্টরা জানান, ১৪ই ফেব্রুয়ারী শাবি ক্যাম্পাসে শব্দশৈলী বিক্রি করে যা আয় হবে তার পুরো টাকা জমা করা হবে রাফার চিকিৎসা ফান্ডে। এসময় তারা রাফার জন্য শব্দশৈলীর এই ভালোবাসার আয়োজনে সবাইকে একটি করে পত্রিকা কিনে রাফার পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
ক্যান্সার আক্রান্ত ডেভিড ইনাম চৌধুরী রাফা শাবির লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র।