হায়দার আলী মিয়া স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক।

গত (৮ ফেব্রুয়ারী) শনিবার, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলাধীন মুক্তিযোদ্ধা ড. মো হায়দার আলী মিয়া স্কুল এন্ড কলেজে এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য ও মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। এ সময় স্কুল এন্ড কলেজর শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Post MIddle

প্রধান অতিথি প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান তাঁর বক্তব্যে বলেন সুস্থ শরীর, সুস্থ মন গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। মুজিববর্ষকে সামনে রেখে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবত হয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানান তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া মেধাবী শিার্থীদের শিক্ষার পাশাপাশি মেধার বিকাশ ঘটাতে খেলাধুলা ও বিনোদনের প্রয়োজনীয়তার গুরত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

পছন্দের আরো পোস্ট