রাবি শেখ রাসেল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাবি প্রতিনিধি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সোমবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় বেলুন-ফেস্টুন ও পতাকা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া।

অনুষ্ঠানে উপ-উপাচার্যদ্বয় প্রতিযোগীদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। তাঁরা প্রতিযোগিতার পুরস্কারও প্রদান করেন। দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় ২৫টি ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে ডিসপ্লেও প্রদর্শন করা হয়।

Post MIddle

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আবুল হাসান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিসাইয়া মেহ্জাবীন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. হুমায়ুন কবীরসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপন করেন স্কুলের সহকারী শিক্ষক দেবশ্রী মন্ডল ও রুম্মান বেগম।

পছন্দের আরো পোস্ট