চুয়েটে টেলিম্যাশ ১.০ শীর্ষক টেক উৎসব শুরু

চুয়েট প্রতিনিধি।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বছরব্যাপী স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের আয়োজনে দুইদিনব্যাপী টেক উৎসব ‘টেলিম্যাশ ১.০’ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ইটিই বিভাগের সামনে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র‌্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ইটিই বিভাগের নবাগতসহ বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি ইটিই বিভাগ থেকে শুরু হয়ে পুরকৌশল ভবন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও গোল চত্ত্বর হয়ে ইএমই ভবনের সামনে এসে শেষ হয়।

Post MIddle

পরে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে Current trends in telecommunication শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ইটিই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আজাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

সেমিনারে Bangabandhu-1 Satellite বিষয়ে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ম্যানেজার (অপারেশন) আরিফ আহমেদ খান, Educational Vision of Bangabandhu & Current Education System’ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসাইন, Add Intelligence to our Applications Using Amazon Web Services (AWS) ’ বিষয়ে টেক-কানেক্টের ডাটা সায়েন্টিস্ট প্রকৌশলী জনাব চৌধুরী এবং Moving Towards the Technology of Slices বিষয়ে গ্রামীনফোনের হেড-কোর সার্ভিসেস, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মইনুল মোমেন প্রবন্ধ উপস্থাপন করেন।

পছন্দের আরো পোস্ট