জিইউএনআই এর সদস্য পদ পেল ড্যাফোডিল

নিজস্ব প্রতিবেদক।

গ্লোবাল ইউনিভার্সিটি নেটওয়ার্ক ফর ইনোভেশন (জিইউএনআই)-এর সদস্য পদ অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই সদস্য পদপ্রাপ্তির মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখন থেকে ইউরোপের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়সহ নানা ধরনের কাজ করতে পারবে।

Post MIddle

ইউনেস্কো ও কাতালান অ্যাসোসিয়েশন অব পাবলিক ইউনিভার্সিটিসের (এসিইউপি) সহযোগিতায় ১৯৯৯ সালে গ্লোবাল ইউনিভার্সিটি নেটওয়ার্ক ফর ইনোভেশন (জিইউএনআই) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের ৮০টি দেশের ২২৭টি বিশ্ববিদ্যালয় এই সংস্থার সদস্য। সংস্থাটি ইউনেস্কো চেয়ার ইন হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উদ্ভাবনী গবেষণা সেন্টারের সঙ্গে সম্পৃক্ত।

সমাজে উচ্চশিক্ষার গুরুত্ব ও শক্তি বাড়ানো, উচ্চশিক্ষার পলিসি নির্ধারণে ভূমিকা রাখা, সমাজ পরিবর্তনে উচ্চশিকার দায়দায়িত্ব ইত্যাদি কাজ করে থাকে গ্লোবাল ইউনিভার্সিটি নেটওয়ার্ক ফর ইনোভেশন। সম্প্রতি উচ্চশিক্ষা বিষয়ক ‘ওয়ার্ল্ড রিপোর্ট-৭’ প্রবাশ করেছে গ্লোবাল ইউনিভার্সিটি নেটওয়ার্ক ফর ইনোভেশন।

পছন্দের আরো পোস্ট