সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস সচেতনায় সেমিনার
নিজস্ব প্রতিবেদক।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) এর ফার্মেসী বিভাগের আয়োজনে করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন করতে সেমিনার অনুষ্ঠিত হয়।আজ (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ সেমিনার হলে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের সাবেক ডিন ও সাউথইস্টের ফার্মেসী বিভাগের উপদেষ্টা অধ্যাপক আবম ফারুক।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইইডিসিআর এর উপদেষ্টা ড. মোহাম্মদ মোশতাক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এসইইউ’র ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মো: সিদ্দিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।