অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে: ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, শ্রেণিকক্ষের বাইরে আন্ত:বিভাগীয় মিথস্ক্রিয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের একে অপরের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আজ ০৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠুু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সুনাগরিক হিসেবে প্র¯ফুটিত হওয়ার জন্য একে অপরকে সাহায্য করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।