হাবিপ্রবিতে ৩য় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু

মোঃ আবু সাহেব,হাবিপ্রবি প্রতিনিধি।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষের ৩য় অপেক্ষমান তালিকা থেকে ভর্তির নোটিশ প্রকাশিত হয়েছে।
গত(২৯ শে জানুয়ারি)বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে  ৩য় অপেক্ষমান তালিকা হতে(৩য় দফায়) ইউনিট ভিত্তিক স্বশরীরে রিপোর্টিং ও ভর্তি সংক্রান্ত তথ্য  প্রকাশ করা হয়েছে। নোটিশে  বলা আছে যে, শুধুমাত্র সংযুক্ত তালিকায় প্রকাশিত রোলসমূহের ছাত্রছাত্রীদিগকে স্বশরীরে রিপোর্টিং বলা হয়েছে।
Post MIddle
শূন্য আসনের বিবরণী থেকে জানা যায় যে,”এ” ইউনিটে ৪ টি( কোটা সহ),”বি” ইউনিটে ৬৯ টি ( কোটা সহ),” সি” ইউনিটে ৪ টি (কোটা সহ),”ডি” ইউনিটে ২ টি এবং খেলোয়াড় কোটায় ৫ টি আসন ফাঁকা  রয়েছে।
বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম ২ -এ  আগামী  ৫ ই ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৯ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত স্বশরীরে রিপোর্টিং করা যাবে।উল্লেখ্য যে, রিপোর্টিং এর দিনই বিকাল ৩ টা হতে ৫ টা পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে
পছন্দের আরো পোস্ট