সাউথইস্টে সিএসই বিভাগে শিক্ষার্থীদের নবীনবরণ
নিজস্ব প্রতিবেদক।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্প্রিং সেমিস্টার ২০২০-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ আজ (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটুআই প্রকল্পের প্রধান কারিগরি কর্মকর্তা মো: আরফে এলাহি। বিশেষ অতিথি ছিলেন বনানী বিদ্যানিকেতন স্কুল এবং কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল (অব:) এ.বি.এম. আসাদুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ। সিএসই বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার মনজুর নবাগত শিক্ষার্থীদের সাথে বিভাগের শিক্ষকদের পরিচয় করিয়ে দেন। আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।