আইইউবিতে ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে নবনির্মিত ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। এরফলে আইইউবি’র শিক্ষার্থীরা এখানে ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন এবং অন্যান্য ইনডোর গেমস খেলার সুবিধা পাবে। গত (২ ফেব্রুয়ারি , ২০২০) যৌথভাবে এই ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করেন আইইউবি’র সম্মানিত ট্রাস্টিবৃন্দ, শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সাবেক শিক্ষার্থীরা।

Post MIddle

ক্রীড়া কমপ্লেক্সেটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এ মতিন চৌধুরী, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব জাভেদ হুসেইন, সম্মানিত ট্রাস্টি জনাব তানভির মাদহার, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক আইইউবি’র ছাত্র-ছাত্রী।

কমপ্লেক্সের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষ হয় শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ফুটবল এবং বাস্কেটবল ম্যাচের মধ্য দিয়ে। অনুষ্ঠানে আগত বিপুল সংখ্যক অতিথি জমজমাট ম্যাচ দু’টি উপভোগ করেন।

পছন্দের আরো পোস্ট