স্পেশাল নিডস এডুকেশন সেন্টারের ক্রীড়া প্রতিযোগিতা

জাবি প্রতিনিধি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্পেশাল নিডস এডুকেশন সেন্টার-এর আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্লাবে আজ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জীবন-মান উন্নয়নে মমতার সাথে তাদের পাশে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, তারা সমাজের একটি অংশ। তাদের জীবনকে এমনভাবে গড়তে হবে যেনো তারা স্বাভাবিক জীবনের চাল-চলন অনুধাবন করতে পারে।

Post MIddle

স্পেশাল নিডস এডুকেশন সেন্টার-এর অনারারি পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী সভাপতির ভাষণে বলেন, আমরা তাদের যত্ন সহকারে শিক্ষাদান করলে তাদের অনেকখানি মানসিক উন্নয়ন ঘটবে। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতিগণ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রো-উপাচার্যদ্বয় ও অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।

পছন্দের আরো পোস্ট