খুবিতে ৭ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা
খুবি প্রতিনিধি।
আজ (২ ফেব্রুয়ারি ২০২০) খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের ৭ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা’২০ বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। তিনি এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। পরে তিনি বল করে খেলার শুভ সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক মোঃ মঈনুল ইসলাম। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও অংশগ্রহণকারী ডিসিপ্লিনের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় ছাত্রদের ৮টি গ্রুপে ২৮ ডিসিপ্লিন এবং ছাত্রীদের ৮টি গ্রুপে ২৭ ডিসিপ্লিন অংশগ্রহণ করছে।