ইবির সাথে কাফকাস বিশ্ববিদ্যালয়ের চুক্তি

ইবি প্রতিনিধি।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা চুক্তি সম্পাদন হয়েছে। গতকাল (১ ফেব্রুয়ারি) দুপুরে ভাইস চ্যান্সেলরের অফিস কক্ষে ভাইস চ্যান্সেলর প্্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র (ড. রাশিদ আসকারী) নিকট এ চুক্তিনামা হস্তান্তর করেন ইবি ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ডিভিশন এর পরিচালক প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ, আইআইইআর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান।

Post MIddle

আগামী ৫ বছরের জন্য এ চুক্তি সম্পাদন হয়েছে। এ চুক্তির ফলে মেভলোনা এক্সচেঞ্জ প্রটকল এর আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ইংরেজি, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট সায়েন্স, ম্যাথমেটিকস্, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিটিক্যাল সায়েন্স, ফাইন আর্টস, মার্কেটিং, ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি এবং ইনভারমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি মোট ১৩টি বিভাগে ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পিএইড প্রোগ্রামে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবেন। এ চুক্তি বাস্তবায়নে ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকীরণের পথে আরও একধাপ এগিয়ে যাবে।

পছন্দের আরো পোস্ট