খুবির বিজিই ডিসিপ্লিনে শিক্ষার্থীদের নবীন বরণ

খুবি প্রতিনিধি।

গতকাল (২৯ জানুয়ারি ২০২০) বুধবার আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আয়েশা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।

Post MIddle

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. রায়হান আলী। প্রধান অতিথি ২০ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ২০ ব্যাচের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোঃ এমদাদুল ইসলাম।

এর আগে সকাল সাড়ে ১০ টায় নবীন বরণ উপলক্ষ্যে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। এছাড়াও বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট