ইবিতে মুজিববর্ষের ডায়েরির মোড়ক উন্মোচন
ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মুজিববর্ষ ২০২০ ডায়েরি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিশ^বিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে এ মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
ডায়েরি প্রকাশনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। এছাড়াও স্বাগত বক্তা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সহ বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক-কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুজিববর্ষের এই ডায়েরীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগো শোভা পাচ্ছে।