নিউজিল্যান্ড কমনওয়েলথ স্কলারশিপ
স্বর্ণক শাহীঃ
নিউজিল্যান্ড সরকার প্রতিবছরের ন্যায় এবছরও নিউজিল্যান্ড কমনওয়েলথ স্কলারশিপ ঘোষণা করেছে। এই স্কলারশিপের আওতায় মাস্টার্স এবং পিএইচডি পোগ্রামে ২ জন বাংলাদেশী শিক্ষার্থী নিউজিল্যান্ডে পড়ার সুযোগ পাবে। মাস্টার্সের জন্য স্কলারশিপের মেয়াদ ১-২ বছর এবং পিএইচডির জন্য স্কলারশিপের মেয়াদ সাড়ে ৩ বছর পর্যন্ত হতে পারবে।
আবেদনের যোগ্যতা-
১। বয়স ১৮ বছরের নিচে অথবা ৩৯ বছরের উপরে হওয়া যাবে না।
২। সামরিক পদে কর্মরত থাকলে আবেদন করা যাবে না।
৩। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৪। আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫ অথবা টোফেল ibt স্কোর ৯০ থাকতে হবে। আবেদন করার সময় না থাকলে পরবর্তিতে দেয়া যাবে
যা যা পাবেন-
১। ফুল ফান্ডেড টিউশন ফি
২। পাক্ষিক ভিত্তিতে (২ সপ্তাহ পর পর) লিভিং এলাওয়েন্স
৩। এস্টাব্লিশমেন্ট এলাওয়েন্স
৪। আসা-যাওয়ার বিমান খরচ
৫। মেডিকেল এবং ট্রাভেল ইনস্যুরেন্স
আবেদন করবেন যেভাবে-
প্রথমে এখানে আবেদন করে প্রিন্ট করতে হবে। এরপর এখানের পৃষ্ঠা- ০৩ থেকে পৃষ্ঠা- ৩৫ পর্যন্ত দেয়া ফরমটি পূরণ করে প্রিন্ট কপি বের করুন।
প্রাপকের ঠিকানা-
Joint Secretary (Scholarship)
Ministry of education
Room No- 1706, Building NO- 06
Bangladesh Secretariat, Dhaka- 1000
আবেদনপত্র সচিবালয়ের ২ নং গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯নং কাউন্টারে সকাল ১০.টা থেকে ১১.০০টা এবং বিকাল ৩.৩০টা থেকে ৪.৩০টার মধ্যে জমা দিতে হবে।
আবেদন জমা দেয়ার শেষ সময় ২৮ মার্চ ২০১৯ বিকাল ৪ টা ৩০।