ছিনতাইয়ের শিকার ইবি শিক্ষার্থী; ক্যাম্পাসে বিক্ষোভ
ইবি প্রতিনিধি:
ছিনতাইয়ের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের টালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার জান্নাতুল ফেরদৌসি ইরা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
এসময় ছিনতাইকারীরা তার মোবাইল ও ব্যাগ নিয়ে নেয়। ব্যাগ নিয়ে টানাহেঁচড়া করায় হাতের একটি আঙ্গুল কেটে যায় ভূক্তভোগীর।
এদিকে ছিনতাইয়ের সংবাদ পেয়ে ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি জিয়া মোড় থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে একই স্থানে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় তারা ছিনতাইয়ের সাথে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি জানায়। এছাড়া ক্যাম্পাসের ভিতরে ও বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জানায়।